জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব, জেলা সর্বশিক্ষা আধিকারিক শারদ্বতি চৌধুরী ও বর্ধমান ১ নং ব্লকের বিডিও দেবদুলাল বিশ্বাসের উদ্যোগে অবশেষে রায়ান হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মৌসুমী মণ্ডল ফিরে পেল তার শিক্ষাশ্রী বাবদ পাওয়া ১০০০ টাকা। তার সেভিংস অ্যাকাউণ্ট থেকে ১ হাজার টাকা লোপাট হয়ে যাওয়ার খবর প্রকাশিত হতেই বৃহস্পতিবার জেলাপ্রশাসনের তরফ থেকে বারবার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয়। কেন টাকা খোয়া গেল তা জানতেও চাওয়া হয়। তারপরেই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অবশেষে নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়ে ব্যাঙ্ক মৌসুমীর ১ হাজার টাকা ফিরিয়ে দিল। এই ঘটনায় খুশি মৌসুমী মণ্ডল। উল্লেখ্য, রায়ান হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মৌসুমী মণ্ডলের রায়ান গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে দু দফায় মোট ১০০০ টাকা এটিএম কার্ডের মাধ্যমে লোপাট হয়ে যায়। বুধবারই এব্যাপারে মৌসুমী মণ্ডল লিখিত অভিযোগ দায়ের করে জানায়, তার এটিএম কার্ডই নেই। অথচ তার অ্যাকাউণ্ট থেকে কিভাবে এটিএমের মাধ্যমে ১০০০ টাকা লোপাট হয়ে গেল তা সে বুঝতে পারছে না। উল্টে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বুধবারই মৌসুমীকে পরামর্শ দেয় ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে। কিন্তু আদৌ তার লোপাট হয়ে যাওয়া টাকা সে ফেরৎ পাবে কিনা তাও তাকে জানানো হয়নি। এদিকে, এই ঘটনার পরই বৃহস্পতিবারই ব্যাঙ্ক কর্তৃপক্ষ মৌসুমীর খোওয়া যাওয়া ১ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে।
Like Us On Facebook