কন্যাশ্রী প্রকল্পের সুবিধা প্রাপকদের (কে২) দ্বিতীয় দফায় কম্পিউটার প্রশিক্ষণের সূচনা হল বৃহস্পতিবার বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে। এদিন এই দ্বিতীয় দফার অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, জেলা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী প্রমুখরা। ৬ মাসের এই প্রশিক্ষণ শিবিরে বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমা সহ কালনা এবং কাটোয়া মহকুমার মোট ৪০০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রীদের স্বাবলম্বী করতে গতবছর থেকেই এই প্রকল্প শুরু হয়।

উল্লেখ্য, গতবছর অবিভক্ত বর্ধমানা জেলা থেকে প্রায় ৫০০ ছাত্রীকে এই কম্পিউটার শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রায় ২৭৬ জন কার্যত নিয়মিত ক্লাস করতে শুরু করে। প্রশিক্ষণ শেষে তাদের অনলাইনেই একটি পরীক্ষাও নেওয়া হয়। সেই পরীক্ষায় মোট ছাত্রীর প্রায় ৮৫ শতাংশই এ-গ্রেড পেয়েছিল। পরে তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

Like Us On Facebook