পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক হোক বা পানাগড় বাজারে দুই নম্বর জাতীয় সড়ক, রাস্তার উপরে বেআইনিভাবে অবাধে চলছে মোটর চালিত ভ্যান। যার জেরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই দুর্ঘটনা রোধ করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা অভিযান চালিয়ে আটটি মোটর ভ্যান আটক করল।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক এবং দুই নম্বর জাতীয় সড়কে কোনোভাবেই মোটর ভ্যান চলতে দেওয়া হবে না। মোটর ভ্যান চলার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই লাগাতার ঘটে চলা দুর্ঘটনা রোধ করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে শুরু হয়েছে মোটর ভ্যান আটক। আপাতত আটটি মোটর ভ্যান আটক করা হয়েছে এবং আগামী দিনেও লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Like Us On Facebook