শাশুড়ির সঙ্গে বিবাদের জেরে স্বামী মারধর করায় নিজের ৮ মাসের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধু। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৮ মাসের শিশু কন্যা সুমনা বাগদির। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ সুপ্রিয়া বাগদিকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি ঘটেছে আউশগ্রামের বাগদিপাড়ায়।
জানা গেছে, বৃহস্পতিবার গ্রামেরই এক প্রতিবেশী মারা যান। এই ঘটনায় সুপ্রিয়াদেবীর শাশুড়ি মমতা বাগদি নাতনি সুমনাকে নিয়ে ওই মৃত প্রতিবেশীর বাড়িতে যান। কেন শিশুটিকে মরা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়েই শাশুড়ীর সঙ্গে বচসা হয় সুপ্রিয়ার। এরপর স্বামী ভীষ্ম বাগদি বাড়ি ফিরে এই ঘটনা শুনে সুপ্রিয়াকে মারধর করে বলে অভিযোগ। শনিবার সকালে এই ঘটনার জেরে সুপ্রিয়াদেবী তাঁর শিশুকন্যাকে প্রথমে ছুঁড়ে ফেলে দেন। তাতেই মৃত্যু হয় শিশুটির। এরপরই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথম আউশগ্রামের বননবগ্রাম এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আউশগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।