দশ মাসের শিশু কন্যাকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃত গৃহবধূর নাম পূর্ণিমা হাজরা ও দশ মাসের শিশু কন্যার নাম দীপিকা হাজরা। পূর্ণিমা হাজরার বাবার বাড়ি বর্ধমানের ঘৌড়দৌড়চটিতে। বছর সাতেক আগে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পিপলন করন্দার বাসিন্দা তাপস হাজরার সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় পূর্ণিমার। তাপস হাজরা কলকাতায় একটি মুদির দোকানে কাজ করেন। রবিবার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে ডাক্তার দেখানোর নাম করে বের হন পূর্ণিমা। সোমবার সকালে মেমারির আবগারী পাড়ার পাত্রপুকুর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের দেহ। স্থানীয় এক বাসিন্দা পুকুরের মধ্যে দেহ ভাসতে দেখে খবর দেন প্রতিবেশীদের। এরপর স্থানীয় বাসিন্দারা জল থেকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে মেয়েকে নিয়ে আত্মঘাতী হলেন পূর্ণিমা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃতার ভাই রাজু দাস বলেন, ‘৬ বছর আগে দিদির বিয়ে হলেও বিয়ের পর পাঁচ বছর ধরে বাচ্চা না হওয়ায় নানা গঞ্জনার সম্মুখীন হতে হয়েছিল দিদিকে। পরে গত ১০ মাস আগে একটি মেয়ে হয় দিদির। তারপরেও কেন মৃত্যু কিছু বুঝতে পারছিনা।’
Like Us On Facebook