.

পানাগড়ের রনডিহা মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে একটি চায়ের দোকানের কাছে একটি হনুমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হনুমানটি অসুস্থ হয়ে পড়লে এলাকার মানুষ হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হনুমানটিকে সুস্থ করে তুলতে এলাকর মানুষজন হনুমানটিকে পশু সিকিৎসকের কাছে নিয়ে যান। স্থানীয়রা জানান, এদিন সকালে অসুস্থ হনুমানটি একটি চায়ের দোকানের সামনে বসার জায়গায় শুয়ে পড়ে। সকলে তার চিকিৎসার ব্যবস্থা করে।

Like Us On Facebook