পূর্ব বর্ধমানের মেমারি বাসস্ট্যাণ্ডের কাছে স্টেট ব্যাঙ্ক শাখার ভল্ট থেকে ৮৪ লক্ষ ৫০ হাজার টাকার কয়েন উধাও হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে ওই পরিমাণ টাকা গায়েব হয়ে গেল তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। পাশাপাশি ব্যাঙ্কেরই এক কর্মীর আচমকা উধাও হয়ে যাওয়ায় কৌতূহল বেড়েছে।

ওই ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে ভল্টে থাকা ৮৪ লক্ষ ৫০ হাজার টাকার কয়েন উধাও। ঘটনার পর থেকেই তারক জয়সওয়াল নামে ব্যাঙ্কের এক কর্মীও বেপাত্তা। জানা গেছে, তারক জয়সওয়ালের কাছেই ছিল ওই ভল্টের চাবি। গত ২৯ নভেম্বর থেকেই তিনি অফিসে আসা বন্ধ করে দেন। এব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর স্ত্রীর হাত দিয়ে ব্যাঙ্কের ভল্টের চাবি পাঠিয়ে দেন। কিন্তু তারপরই দেখা যায় ভল্ট থেকে ৮৪ লক্ষ ৫০ হাজার টাকার কয়েন উধাও। এদিকে, এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাঙ্কের পক্ষ থেকে মেমারি থানায় তারক জয়সওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার সকাল থেকেই পুলিশ ঘটনার তদন্তে নামে। শুক্রবার পুলিশ ব্যাঙ্কের কর্মী তারক জয়সওয়ালকে গ্রেফতার করে।


Like Us On Facebook