দুই মোবাইল চোরকে ধরে ৭টি স্মার্ট ফোন ও একটি মানি ব‍্যাগ উদ্ধার করে দুই চোরকেই গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিল দুর্গাপুরের ডিভিসি মোড়ের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের মধ্যে এক যাত্রীর পকেট থেকে তাঁর স্মার্ট ফোনটি চুরি গেলে ওই ব‍্যক্তি পাশে দাঁড়ানো এক যুবককে মোবাইল চুরি করার জন্য ধরে ফেলায় বাসের মধ্যে ব‍্যাপক ঝামেলা বেধে যায়। ঝামেলা চলাকালীন বাসে থাকা আরও দুই যুবক চুরির প্রমাণ দাখিলের আর্জি জানিয়ে মোবাইল চোরের পক্ষ নিয়ে অভিযোগকারীকেই তিনজন মিলে মারতে শুরু করে দেয়। বাস ভর্তি অন‍্যান‍্য যাত্রীরা চুপ থাকায় শেষে তিনজন মিলে অভিযোগকারী বাসযাত্রীকেই মারতে মারতে বাস থেকে নামায় ডিভিসি মোড়ে।

এদিকে এক ব‍্যক্তিকে তিন জন মিলে মারধর করছে দেখে কৌতুহলী স্থানীয় বাসিন্দারা জড়ো হতে থাকেন ডিভিসি মোড়ে। ভিড় বাড়ছে দেখে একজন চম্পট দেয়। অপরদিকে অভিযোগকারী বাস যাত্রীর অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দারা ওই দুই ব‍্যক্তিকে আটকে সারা শরীর তল্লাশি চালালে ওই দুই ব‍্যক্তির পায়ের মোজা থেকে সাতটি মোবাইল ফোন ও একটি মানি ব‍্যাগ উদ্ধার হয়। এরপরেই গণধোলাই দিয়ে ওই দুই ব্যক্তিকে নিউটাউনশিপ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মানুষ।

Like Us On Facebook