বুদবুদের রণডিহা থেকে নিখোঁজ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সৌরভ বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হল গলসির শিল্যাঘাট এলাকায় দামোদর নদের তীরে। শুক্রবার রাতে মৃতদেহটি উদ্ধার হয়েছে। জানা গেছে, স্থানীয়রা দামোদরের তীরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি বুদবুদের রণডিহা থেকে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকের বলে জানিয়েছে পুলিশ।
বুদবুদ থানার পুলিশ আগেই গলসি থানাকে সৌরভবাবুর নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুদবুদ থানার পুলিশের দেওয়া ছবির সাথে উদ্ধার হওয়া মৃতদেহের মিল থাকায় মৃতদেহ সনাক্ত করার জন্য সৌরভবাবুর পরিবারকে খবর দেয় পুলিশ। সৌরভবাবুর বাড়ি কাঁকসার গোপালপুরে। বাবা মারা যাওয়ার পরে বাবার চাকরিটি পান সৌরভবাবু। গলসি থানা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি চাকরি করতেন।
বৃহস্পতিবার থেকে সৌরভবাবুর মোটর বাইকটি বুদবুদের রণডিহা ড্যামের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দিলে বুদবুদ থানার পুলিশ শুক্রবার সৌরভবাবুর মোটর বাইকটি উদ্ধার করে। মোটর বাইকের সঙ্গে একটি ব্যাগও উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। ব্যাগ থেকে নথি পত্র দেখে সৌরভবাবুর পরিচয় পায় পুলিশ। এদিকে একদিন ধরে সৌরভবাবু নিখোঁজ থাকায় শুক্রবার বুদবুদ থানার দ্বারস্থ হন সৌরভবাবুর স্ত্রী ও মা। পরে শুক্রবার রাতে সৌরভবাবুর মৃতদেহ উদ্ধার হয়।