চলতি খরিফ মরশুমে রাজ্যের ৫ জেলায় আগামী ২৪ জুলাই থেকে দফায় দফায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হল শুক্রবার। এদিন বর্ধমান সার্কিট হাউসে বর্ধমান ডিভিশনাল কমিশনার বিজয় ভারতীর নেতৃত্বে ৫ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ব বর্ধমান ও হুগলী জেলার সভাধিপতি, পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, সেচ দফতরের সুপারিনটেনডেণ্ট সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া এবং বাঁকুড়া এই ৫ জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

এদিন ডিভিশনাল কমিশনার বিজয় ভারতী জানিয়েছেন, বছরে বোরো এবং খরিফ দুটি সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গতবছরও খরিফ মরশুমে ১৬ জুলাই বৈঠক হয়েছিল কিন্তু জল ছাড়া হয়েছিল ৩০ জুলাই থেকে। এবার খরিফ মরশুমে ১৬ জুলাই বৈঠক হলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৪ জুলাই থেকে ১০দিন অন্তর ধাপে ধাপে জল ছাড়া হবে। শেষ জল ছাড়া হবে ৩০ অক্টোবর।

গত বছর দামোদর ব্যারেজে ২ লক্ষ একর ফিট জল ছিল। এবারে তা রয়েছে ৫ লক্ষ একর ফিট। এবারে বৃষ্টিপাত ভাল হওয়ায় জল নিয়ে কোন সমস্যা দেখা দেবে না বলেই তাঁরা মনে করছেন। কোথায় কত জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে তথ্য দিতে ডিভিসি কর্তৃপক্ষ নতুনভাবে তাদের ওয়েবসাইটটি তৈরি করেছে (https://www.dvc.gov.in/)। এই ওয়েবসাইটে জল ছাড়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Like Us On Facebook