পড়শী কেয়া চক্রবর্তী

কেবলমাত্র চুরি নয়, এবার বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা যে ফাঁকা বাড়িতেই আস্তানা গেড়েছে তার প্রমাণ পেলেন সতর্ক পড়শীরা। বাড়ির মালিকও পুলিশকে খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে কিছু সোনার গহনা, এলসিডি টিভি সহ প্রচুর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এনআইটি সংলগ্ন আনন্দপুরী কো-অপারেটিভ হাউসিং সোসাইটির ৯ নং স্ট্রিটের ৩ নং বাড়িতে।

বাড়ির মালিক হরনারায়ণ ঘোষ গত মাসে মারা যান। হরনারায়ণবাবুর দুই ছেলেই কর্মসূত্রে বাইরে থাকেন। বড় ছেলের কাছে হরনারায়ণবাবুর স্ত্রী বর্তমানে থাকেন। আনন্দপুরীর ফাঁকা ঘরটি তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল। পড়শী কেয়া চক্রবর্তীর কাছে একটি চাবি আছে বাড়িটি দেখা শোনার জন্য। গতকাল হাউসিংয়ের কেয়ারটেকার দেখতে পান তালা বন্ধ হরনারায়ণ বাবুর বাড়ির সামনে একটি টাওয়াল পড়ে আছে। সন্দেহ হওয়ায় বিষয়টি কেয়া চক্রবর্তীকে জানান কেয়ারটেকার। দুই জনে মিলে পরে দেখেন বাইরের দরজাটা তালা বন্ধ থাকলেও বাড়ির ভিতরের দরজাটা কিছুটা খোলা। উঁকি দিয়ে দেখেন বাড়ির জিনিস পত্র সব লন্ডভন্ড। ব‍্যাগ ভর্তি গহনা এবং একটি এলসিডি টিভি সহ প্রচুর জিনিস পত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে।

এরপরেই কেয়াদেবী বিষয়টি হরনারায়ণবাবুর বড় ছেলেকে জানালে ওই সব জিনিসপত্র যে তাঁদের নয় সেকথা হরনারায়ণবাবুর বড় ছেলে কেয়াদেবীকে জানান। এরপরেই কেয়াদেবী বিষয়টি হাউসিং সোসাইটির চেয়ারম্যানকে জানিয়ে স্থানীয় পুলিশকে জানালে পুলিশ এসে দুষ্কৃতীদের আস্তানা থেকে গহনা সহ সমস্ত জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। আনন্দপুরী হাউসিং সোসাইটির বাসিন্দাদের সতর্ক দৃষ্টিকে কুর্নিশ জানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ডিসিপি অভিষেক মোদী
Like Us On Facebook