বিসর্জনের শোভাযাত্রায় বচসার জেরে মহিলাদের শ্লীলতাহানি থেকে গাড়ি-বাড়ি ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। দুষ্কৃতী তাণ্ডবে গোটা এলাকা আতঙ্কিত। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কাঁকসার রেলপাড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, কাঁকসার রেল রিক্রিয়েশন ক্লাবের দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হলে রেলপাড়ে রাস্তা পারাপারের সময় কিছু যুবকের সঙ্গে রেল রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের বচসার জেরে রাত ন়টা নাগাদ জনা তিরিশ যুবক মুখে কাপড় বেঁধে লাঠি-সোঁটা নিয়ে গোটা এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। ১০টি বাড়ির জানালার কাঁচ, ৫টি বাইক, ২টি সাইকেল ভাঙচুর করে। একজনকে বেধড়ক মারধর করে, এমনকি মহিলাদেরও ছাড়েনি দুষ্কৃতীরা। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর এলাকার় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ দুষ্কৃতীদের ধরার জন্য চিরুনি তল্লাসি চালাচ্ছে বলে জানা গেছে।