ভাতারের আমারুণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমারুণ স্টেশন থেকে আমারুণ গ্রাম পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তার পাশে থাকা গাছ কেটে পাচার করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই রাস্তার পাশে বহু পুরানো বেশ কিছু গাছ রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার কিছু দুষ্কৃতী এসে আমারুণ এলাকার বেশ কিছু গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এদিন পিডব্লুডি’র এক ইঞ্জিনিয়ার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখতে পান। সরকারি গাড়ি দেখে দুষ্কৃতীরা তাদের গাছ কাটার যন্ত্রপাতি ফেলে দিয়ে ছুটে পালায়। এরপর ভাতার থানার পুলিশ গিয়ে সমস্ত কাটা গাছ আটক করে নিয়ে আসে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। লক্ষাধিক টাকার গাছ আটক করেছে পুলিশ।

Like Us On Facebook