গত বুধবার কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি হোম আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতর দফতরের এক রেভিনিউ অফিসার জ্যোতির্ময় বৈদ্যর করোনা পজেটিভ রিপোর্ট আসায় দুটি দফতরের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বৃহস্পতিবার কাঁকসার বিডিও অফিস ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতর পরিদর্শন করেন দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী। মহকুমাশাসক জানিয়েছেন, কাঁকসার যে সমস্ত জায়গায় এখনও মানুষ অসচেতন ভাবে ঘুরছে সেই সমস্ত জায়গায় বিশেষ করে হাট-বাজারগুলিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতার প্রচার করা হবে। তবে ইতিমধ্যে দুটি অফিসের সমস্ত কর্মীদের করোনার টেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডা. বিপ্লব মন্ডল জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, যাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাঁরা হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

Like Us On Facebook