যাত্রীবোঝাই মিনিবাস উল্টে মৃত ১ এবং আহত ১৯। আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নিমডাঙা এলাকার ঘটনা। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বাসের এক কর্মীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আসানসোল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রী বোঝাই মিনিবাস নিমডাঙা হয়ে জামুরিয়া যাচ্ছিল। দুপুর আড়াইটা নাগাদ নিমডাঙা এলাকায় বাসটির সামনে হঠাৎই একটি বাহক চলে আসায় বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। এক বাস কর্মী বাসের নীচে চাপা পড়ে যান, পাশাপাশি যাত্রীরা আটকে পড়েন বাসের মধ্যে। যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে বাসটিকে সোজা করে যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা এক বাস কর্মীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ বাস এবং বাইকটিকে আটক করেছে। ঘটনার পর বাস চালক ও বাইক চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।