পাঁচ মাস বয়সী বকনা বাছুর প্রতিদিন আধসের করে দুধ দিচ্ছে। শুনতে অবাক লাগলেও বাস্তবে পাঁচ মাসের বাছুরের দুধ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই কৌতুহল ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের পূর্বতটি গ্রামে। এই গ্রামের বাসিন্দা গৌরহরি পালের পোষা বাছুরটির দুধ দেওয়া দেখতে প্রতিদিন সকাল বিকাল মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন। বাছুরের দুধ দেওয়ার ঘটনা ঘিরে ধর্মীয় ভাবাবেগ তৈরি হয়েছে এলাকার মানুষজনের মধ্যে। কেউ বাছুরটিকে প্রণাম করছেন তো আবার কেউ বাছুরের দুধ অমৃত বলে চেয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন। এই বাছুর নিয়েই এখন চর্চা এলাকা জুড়ে।

গৌরহরি বাবু জানান, তিনি একটি গাইগরু কিনে বাড়িতে আনেন। পাঁচ মাস আগে গাইগরুটি একটি বকনা বাছুরের জন্ম দেয়। কিছুদিন যাবৎ সেই পাঁচ মাস বয়সী বকনা বাছুরটি দুধ দেওয়া শুরু করেছে। পাল পরিবারের সদস্যরা বলেন, তাঁরা মনে করছেন এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। তাই তারা বাছুরের দুধ প্রতিদিন এলাকার পীড়তলায় দিয়ে আসেন। বাড়িতে থাকা বাছুরের দুধ দোওয়া দেখতে প্রতিদিন ভিড় উপচে পড়ছে। গৌরহরি বাবুর দাবি বছুরটি দেবতার দান।

এবিষয়ে বিশষজ্ঞরা বলেন, বাছুরের দুধ দেওয়ার ঘটনার সঙ্গে অলৌকিকতার কিছু নেই। হরমোনের ভারসাম্যহীনতার জন্য এরকম ঘটনা ঘটতে পারে। বাছুরটির ক্ষেত্রেও তাই ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাছুরটির উপযুক্ত চিকিৎসার প্রয়োজন, না হলে বাছুরটি অসুস্থ হয়ে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Like Us On Facebook