করোনার সময় যখন চারিদিকে রুদ্ধতার পথ, সেই সময় শুধু করোনাকে অবজ্ঞা করাই নয়, এই সময়ে রীতিমত সাহসিকতার পরিচয় দিয়ে হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় করলেন মেমারির মহম্মদ নওয়াজ ওরফে রাজা। করোনার সময় যখন সবাই ঘরবন্দি, নেট দুনিয়াতেই ঘোরাফেরা করে সময় কাটাতে ব্যস্ত, সেই সময় মেমারির এই যুবক সাহসিকতার টানে সোস্যাল নেটওয়ার্ক থেকে নিজেকে দূরে রেখে ছুটেছিলেন হিমালয় পর্বতমালার মাউণ্ট ইউনাম শৃঙ্গ জয় করার জন্য।
হিমাচল প্রদেশে অবস্থিত মাউন্ট ইউনাম শৃঙ্গের উচ্চতা ২০ হাজার ১০০ ফুট। তিনি জানিয়েছেন, গত ১৬ জুলাই থেকে শুরু হয় এই অভিযান। মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে ২০ জনের টিমের সদস্য ছিলেন রাজা। এর মধ্যে শেষ পর্যন্ত ১০ জন সফল হন। যার মধ্যে ছিলেন মহম্মদ নওয়াজ। মানালি থেকে মহম্মদ নওয়াজ জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এই শৃঙ্গ জয় মোটেই সহজ ছিল না। তবুও মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে তিনি সাফল্য পেয়েছেন।