পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের মেমারির রাধাকান্তপুর। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে সন্ধ্যা ৬টা নাগাদ অবরোধ তোলে। জনতার ছোড়া ইটে চার জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ধানের তুষ বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে সাতগেছিয়া থেকে মেমারির দিকে আসছিল। সেই সময় রাধাকান্তপুর হাইস্কুলের কয়েকজন পড়ুয়া সাইকেলে স্কুল যাচ্ছিল। রাধাকান্তপুর মোড়ে দ্রুতগতির ট্রাকটি এক ছাত্রীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরও দুই পড়ুয়া ট্রাকের নীচে চাপা পড়ে যায়। স্থানীয় মানুষজন তিন পড়ুয়াকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা নবম শ্রেণির এক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর জখম অপর দুই পড়ুয়াকে বর্ধমানের অনাময় হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। স্কুলের পড়ুয়ারা এবং স্থানীয়রা মিলিতভাবে বেলা ১১টা নাগাদ মেমারি-সাতগেছিয়া রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাস্তায় স্পিড ব্রেকার, এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন সহ একগুচ্ছ দাবিতে ক্ষিপ্ত জনতা অবরোধ চালিয়ে যায়। শেষমেশ পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে সন্ধ্যা ৬টা নাগাদ অবরোধ তোলে। ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হন।