বিবেক চ্যালেঞ্জ ট্রফির মধ্য দিয়ে যাত্রা শুরু হল মেমারি স্টেডিয়ামের। গতবছরের শেষ দিকে স্টেডিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিশির ঘোষ, বিকাশ পাঁজি, সমরেশ চৌধুরী ও রহিম নবিদের মতো একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উত্তর মহকুমাশাসক অণির্বাণ কোলে, মেমারি পৌরসভার পৌরপতি স্বপন বিষয়ী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
মেমারি স্টেডিয়ামে শনিবার মেমারি পুরসভার পরিচালনায় শুরু হয়েছে আট দলের বিবেক চ্যালেঞ্জ কাপ। প্রাক্তন ফুটবলাররা মাঠের পরিকাঠামো দেখে খুশির কথা জানান। পাশাপাশি মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি দেখে প্রাক্তন ফুটবলাররা সন্তোষ প্রকাশ করেন। এদিন প্রথম দিনের খেলায় ১-০ গোলে জর্জ টেলিগ্রাফকে হারায় চিত্তরঞ্জন লোকোমেটিভ ক্লাব। খেলার একমাত্র গোলটি করেন ফুলচাঁদ হেমব্রম। প্রতি রবিবার দুপুরে বিবেক কাপের খেলাগুলি হবে মেমারি স্টেডিয়ামে।