অবশেষে ২০১৬ সাল থেকে লাগাতার চেষ্টার পর মেমারিবাসীর জন্য সুখবর এনে দিলেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। কার্যত বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই মেমারিতে রেল লাইনের ওপর ওভারব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবিকে মর্যাদা দেন তিনি।
জানা গেছে, কার্যত ২০১৬ সাল থেকেই তিনি বর্ধমানের পুরানো জিটি রোডের ওপর মেমারি ষ্টেশন লাগোয়া ওভারব্রিজের জন্য বিধানসভায় বারবার প্রস্তাব তুলতে থাকেন। অবশেষে তাঁর সেই দাবি মেনে কেন্দ্র সরকারের সড়ক পরিবহণ দপ্তর ৩৬৫ কোটি ৯৪ লক্ষ টাকার রেলওয়ে ওভারব্রিজের বিষয়টি অনুমোদন দিয়েছেন। এব্যাপারে কেন্দ্র সরকারের এই দপ্তর থেকে রাজ্য সরকারকে তা পাঠিয়েও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে রাজ্য সরকারকে অ্যাপ্রোচ রোডের জন্য বরাদ্দ করতে হবে ৬২ কোটি ৬১ লক্ষ টাকা। নার্গিস বেগম জানিয়েছেন, এব্যাপারে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ওই আর্থিক অনুমোদন দিয়েছেন। ফলে খুব শীঘ্রই মেমারিবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে। বিশেষত, আগামী পঞ্চায়েত নির্বাচনের মুখে রেলওয়ে ওভারব্রিজের এই অনুমোদনের ঘটনায় উল্লসিত ঘাসফুল শিবিরও।
উল্লেখ্য, মেমারি ষ্টেশন লাগোয়া জিটি রোডে এই রেলগেটের জন্য তীব্র যানজটের পাশাপাশি সময়ও অপচয় হয়। ট্রেন যাওয়ার কারণে দীর্ঘক্ষণ যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। স্বাভাবিকভাবেই এই সমস্যা সমাধানের জন্য ওভারব্রিজের দাবি ওঠে এলাকাবাসীর পক্ষ থেকে। মেমারিতে তৃণমূল প্রার্থী হিসাবে নার্গিস বেগম নির্বাচিত হওয়ায় তিনি প্রতিশ্রুতিও দেন এই ওভারব্রিজ তৈরির বিষয়ে।