বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও বিয়ে করতে রাজি না হওয়ায় আত্মঘাতী কলেজ ছাত্রী। মৃত ছাত্রীর নাম অনুপমা ওঝা (১৮)। মেমারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার সন্ধ্যায় মেমারি থানার পাল্লা এলাকায় তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পরিবারের অভিযোগ, স্থানীয় যুবক সৌরভ বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর। ধীরে ধীরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরও ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করে যুবক। শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের তরফে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
Like Us On Facebook