২৯ মে মেমারি কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক-অধ্যাপিকাদের ঘেরাও করে রাখা, তাদের নিগৃহিত করা, তাঁদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার ঘটনায় অবশেষে মেমারি কলেজের গ্রুপ-সি কর্মী মুকেশ শর্মার বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করলেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশীষ চক্রবর্তী। মেমারি থানায় শিক্ষক শিক্ষিকাদের শারীরিক ও মানসিক হেনস্থার লিখিত অভিযোগ জানিয়েছেন অধ্যক্ষ।
লিখিত অভিযোগে তিনি মুকেশ শর্মার বিরুদ্ধে জানিয়েছেন, ঘটনার দিন মুকেশ শর্মার নেতৃত্বে বহিরাগতদের একটি দল নিজেদের ছাত্র সংসদের সদস্য হিসাবে পরিচয় দিয়ে অধ্যক্ষকে জোর করে দুটি নোটিশে সই করানো হয়। গ্রীষ্মের ছুটি সংক্রান্ত মিটিং চলাকালীন সংস্কৃতের এক অধ্যাপিকার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। অধ্যক্ষ ও শিক্ষকদের ছাত্রীদের দিয়ে শ্লীলতাহানির কেসে ফাঁসানোর হুমকি দেয় মুকেশ। একইসঙ্গে অধ্যক্ষ অভিযোগ করেছেন এক অধ্যাপিকার বেতন সংক্রান্ত ফাইল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘদিন আটকে রেখেছে মুকেশ শর্মা।
উল্লেখ্য, বৃহস্পতিবারই অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি কলেজে অচলাবস্থা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই ওই কর্মী যাবতীয় কুকর্ম চালাচ্ছেন বলে অভিযোগ তাঁদের। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মী মুকেশ শর্মা।