মেমারি কলেজের পরিচালন সমিতি ভেঙে দেওয়া হল। উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়। বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক অনির্বাণ কোলেকে কলেজের প্রশাসক নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কলেজের অধ্যক্ষ সহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে অশালীন আচরণ, তাঁদের হুমকি দেওয়া, কলেজে দাদাগিরি প্রভৃতি একাধিক অভিযোগ আনা হয় কলেজের গ্রুপ সি পদের কর্মী তথা মেমারি ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং কলেজ পরিচালন সমিতির সদস্য মুকেশ শর্মার বিরুদ্ধে। কলেজের পঠন-পাঠনের কোন পরিবেশ নেই, এমনকি তাঁদের নিরাপত্তার দাবি তুলে এব্যাপারে জেলা প্রশাসন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্মরণাপন্ন হন কলেজের অধ্যাপকরা। পরে মুকেশ শর্মার বিরুদ্ধে মেমারি থানায় এফআইআর দায়ের করা হয়। পরিচালন সমিতির ওই সদস্যের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের হেনস্থার অভিযোগ ওঠার জেরেই পরিচালন সমিতি ভেঙে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। জানা গেছে, সোমবারই এ বিষয়ে কলেজে নির্দেশিকা এসেছে।