শনিবার আসানসোলের বার্নপুরে ইস্কো কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জন শ্রমিকের এবং আহত সাত শ্রমিক। আহতদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসকো কারখানার সিসিপি ইউনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে। ল্যাডেল সেটিং-এর সময় কোন কারণে প্রায় ৬০ ফুট উপর থেকে গলিত লোহা ছলকে পড়ে কর্মরত শ্রমিকদের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সানোয়ার সেখ ও আশিস সিক্কা নামে দুই শ্রমিকের। এই ঘটনার পর কারখানার শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়।

Like Us On Facebook