.

অন্ডালে মামাদের হাতে ভাগ্নে খুন কাণ্ডে পুলিশের হাতে ধৃত তিন মামাকে দুর্গাপুর আদালতে পুলিশ মঙ্গলবার হাজির করলে আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। মামাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় মামাদের শাবলের ঘায়ে নৃশংস ভাবে খুন হয় অন্ডালের চনচনি কোলিয়ারির রুইদাস পাড়ার ভূমিত রুইদাস। সোমবারের এই ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এলাকার মানুষ ক্ষোভে ভাঙচুর করে অভিযুক্তদের বাড়ি। অন্ডাল পুলিশ তিন মামা ধীরাজ, সুমিত ও ধরম রুইদাসকে ভূমিতের খুনের দায়ে গ্রেপ্তার করে। মঙ্গলবার তিন আসামিকে পুলিশ কড়া নিরাপত্তায় দুর্গাপুর আদালতে হাজির করে।

Like Us On Facebook