পানাগড়ে বাইপাশের ধারে নব নির্মিত কিংস্টার হোটেল থেকে সোমবার রাতে সিআইডির হাতে ধৃত ড্রাগ পাচারকারী দুই যুবতী মনপ্রীত কৌর ও হরপ্রীত কৌর এবং তাদের পুরুষ সঙ্গী জগদীশ সিংকে মঙ্গলবার সিআইডির বিশেষ দল দুর্গাপুর আদালতে হাজির করলে ধৃত দুই যুবতীকে আদালত ৩ দিনের জেল হেফাজত এবং যুবককে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির বিশেষ দল কাঁকসা থানার পুলিশের সহযোগিতায় পানাগড়ের কিংস্টার হোটেলে অভিযান চালানোর সময় ড্রাগ পাচারকারী চক্রের মূল পান্ডা করণ সিং হোটেলের ছাদ থেকে লাফ দিয়ে চম্পট দিলেও সিআইডির হাতে ধরা পড়ে দুই পাঞ্জাব তনয়া ও তাদের এক পুরুষ সঙ্গী। সিআইডি ধৃতদের কাছ থেকে কোন ড্রাগ উদ্ধার করতে পারেনি। ধৃতদের গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের অনুমান ড্রাগ পাচার করে ধৃতরা টাকা আদায়ের জন্য সম্ভবত কিংস্টার হোটেলে ক্রেতাদের জন্য অপেক্ষায় ছিল। সঠিক সময় সিআইডি হানা দেয় হোটেলে।

ভিন রাজ্য থেকে আগতদের যে ভাবে হোটেলে থাকতে দেয় হোটেল কর্তৃপক্ষ সেই পদ্ধতি নিয়েও সিআইডি ক্ষুব্ধ হয় বলে সূত্র মারফত জানা গেছে। ধোঁয়াশা কাটাতে হোটেল কর্মীদেরও সিআইডি মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে বলে সূত্র মারফত জানা গেছে। পানাগড়কে কেন্দ্র করে বিরুডিহা থেকে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক হয়ে উত্তরবঙ্গ জুড়ে এখন ড্রাগ কারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সোমবারে রাতে সিআইডির হাতে তিন ড্রাগ পাচারকারী ধরা পড়ায় সেই তথ্যই সামনে এল।

Like Us On Facebook