বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার খেড়ুর ছাতনি গ্রামে। মৃতের নাম গৌতম হাজরা (২৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ হচ্ছিল। গৌতম বিদ্যুতের খুঁটি বসানোর জন্য ঢালাইয়ের কাজ করছিলেন। আচমকাই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে বর্ধমান হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook