পূর্ব বর্ধমানে বাইক ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রোডের ভাতার ব্লকে পাটনা গুল ফ্যাক্টারির কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ একটি মারুতি গাড়ি বর্ধমান থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল। পাটনা গুল ফ্যাক্টারির কাছে দুই বাইক আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল, সেই সময় হঠাৎই দ্রুত গতিসম্পন্ন মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। দুই বাইক আরোহীও দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং খবর পেয়ে ভাতার থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠায়। মৃতদের নাম তাপস সামন্ত (৪২) ও সুফল মাঝি (৩৬), তাদের বাড়ি ভাতারের ভৈরবপুর গ্রামে। মারুতি গাড়ির চালক পলাতক।
Like Us On Facebook