সোমবার ২ নাবালিকার বিয়ে আটকালো দুর্গাপুর মহকুমা প্রশাসন। দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার রায়ডাঙায় দুই নাবালিকার বিয়ে দেওয়ার খবর গোপন সূত্রে পেয়ে কোকওভেন থানার পুলিশ ও চাইন্ড লাইনের সদস্যরা সোমবার সকালে যৌথভাবে নাবালিকাদের বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পুলিশ ও চাইন্ড লাইনের তরফে জানা গেছে, ওই নাবালিকাদের একজনের বয়স ১৭ ও অপরজনের বয়স ১৬ বছর। বিয়ের কার্ড ছাপানো সহ বিয়ের সমস্ত ব্যাবস্থা হয়ে গিয়েছিল। আজ আগাম খবর পেয়ে প্রশাসন গিয়ে বিয়ে রুখে দেয়। পরিবারের তরফে থেকে মুচলেকা নেওয়া হয়। যাতে ১৮ বছরের আগে তাঁদের বিয়ে দেওয়া না হয়। নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে৷
Like Us On Facebook