ভাতারের মুরাতিপুর নতুনপাড়ায় হাইটেনশন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান-নতুনহাট রাজ্য সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। মৃতের নাম পূর্ণচন্দ্র মেটে।
অভিযোগ, বাড়ির উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্ট বিদ্যুৎবাহী তার বারংবার সরানোর আবেদন জানালেও কোনো কর্ণপাত করেন নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেই তার সংলগ্ন খড়ের ঘরে ছাউনি দিতে গেলে তারের সংস্পর্শে চলে আসায় মৃত্যু হয় পূর্নচন্দ্রের। এরপরেই সেই তার সরিয়ে নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানান গ্রামবাসীরা। অবরোধের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান নতুনহাট রাজ্য সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
Like Us On Facebook