চাকরি খুইয়ে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস (৪৮)। কাঁকসার ২ নম্বর কলোনির বাসিন্দা। শুক্রবার সকালে বিশ্বজিৎবাবুকে স্থানীয় মানুষ বাড়ির পাশেই একটি জঙ্গলে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিশ্বজিৎ দাসের পরিবারের দাবি, গত দু’মাস আগে বিশ্বজিৎবাবুর চাকরি চলে যায়। তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অস্বচ্ছল পরিবার চালাতে বিড়ি বেঁধে বিক্রি করতেন বিশ্বজিৎবাবু। কিন্তু যতদিন যাচ্ছিল বিশ্বজিৎবাবুর সংসারে অনটন বেড়েই চলেছিল। অনটনের রাশ ধরতে পারছিলেন না বিশ্বজিৎবাবু। শেষমেশ বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে একটি জঙ্গলে গাছের ডালে গলায় দড়ি দেন বিশ্বজিৎবাবু। বিশ্বজিৎবাবুর মৃত্যুতে কাঁকসার ২ নং কলোনিতে শোকের ছায়া নেমে আসে।