.
ধ্বংসাত্মক রাজনীতি নয়, আমার সঙ্গে প্রতিযোগিতা করতে হলে উন্নয়নকে হাতিয়ার করে প্রতিযোগিতা করুক। বিজেপি ধ্বংসাত্মক রাজনীতি করছে। মঙ্গলবার দুর্গাপুরে নবনির্মিত সার্কিট হাউসের উদ্ধোধন করার পর উপস্থিত সাংবাদিকদের সামনে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একহাত নিয়ে এদিন বলেন, ‘নিজেদের লোক মেরে আমাদের বিরুদ্ধে কুৎসার রাজনীতি করছে বিজেপি। সংগ্রামই আমার জীবন। সংগ্রাম করেই উঠে এসেছি আমি। আমার এই সংগ্রাম জারি থাকবে।’ তিনি বলেন, ‘দুর্গাপুরে রাজ্য সরকারের একটি সার্কিট হাউসের খুব দরকার ছিল।’ এদিন মুখ্যমন্ত্রী সার্কিট হাউস উদ্ধোধনের আগে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দলীয় কর্মীদের অভিবাদন গ্রহণ করতে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে যান। এর আগে মুখ্যমন্ত্রী রানীগঞ্জের সভায় ইসিএলের ধ্বসপ্রবণ এলাকায় মানুষের জন্য আবাসন প্রকল্পের জমির পাট্টা দেন প্রায় ৩৫০০ জনকে। জানা গেছে, এই আবাসন প্রকল্প প্রথম পর্যায়ে ৯০০০ জনকে আবাসনের জন্য জমির পাট্টা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আরও কয়েক হাজার মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে।