মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ মঙ্গলবার জন্মদিন। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের ৪৩ নং ওয়ার্ডের সুকান্ত পল্লী মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলীয় কর্মীদের এই অনুষ্ঠানে স্থানীয় মানুষও যোগদান করেন। কেক কেটে জন্মদিন পালন করে স্থানীয় মানুষ থেকে পথ চলতি মানুষকেও এদিন কেক খাওয়ানো হয়।
স্থানীয় তৃনমূল কংগ্রেসের এক কর্মী বিপ্লব মন্ডল বলেন,’ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিন। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে আমরা কেক কাটলাম। স্থানীয় মানুষ থেকে রাস্তায় পথ চলতি মানুষকে কেক খাওয়ানো হল। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে ফের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই তার অঙ্গীকার করলাম।’