বাড়িতে অ্যাডমিট কার্ড ভুলে পরীক্ষা কেন্দ্রে চলে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে দিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল নিউ টাউনশিপ ও অন্ডাল থানার পুলিশ। বুধবার পরীক্ষার শেষদিনেও সেই পুলিশই সাহায্যে এগিয়ে আসায় পানাগড় হিন্দি হাইস্কুলের এক ছাত্রী ফের মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পেলেন।

জানা গেছে, পানাগড় হিন্দি হাইস্কুলের পড়ুয়াদের এবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে কাঁকসা উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে এক ছাত্রী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছেন বলে স্কুলের প্রধান শিক্ষককে জানান। এরপরেই স্কুলে কর্তব্যরত পুলিশকেও বিষয়টি জানানো হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ভুলে যাওয়ার কথা জানতে পেরে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক এক সিভিক ভলান্টিয়ারের বাইকে বসিয়ে ওই ছাত্রীকে তাঁর বাড়িতে পাঠান এবং সময়মতো অ্যাডমিট কার্ড নিয়ে এসে ওই ছাত্রী হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে যেভাবে এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দাঁড়িয়েছে তাতে পুলিশের মানবিক মুখ দেখে মুগ্ধ শিল্পাঞ্চলের মানুষ।

Like Us On Facebook