মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পড়ে গিয়ে আহত হয় দুর্গাপুরের বেনাচিতির নেতাজী বিদ্যালয়ের পুজা রজক নামের এক ছাত্রী। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিভাবক, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা দুশ্চিন্তায় ছিলেন পুজার পরীক্ষায় বসা নিয়ে। শেষমেশ সকলের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মহকুমা হাসপাতালেই পুজার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বুধবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকেই অসুস্থ পুজার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় মহকুমা হাসপাতালে। একইভাবে বৃহস্পতিবারও পুজা মহকুমা হাসপাতালের বেডে বসেই ইংরাজি পরীক্ষা দেয়। ইংরাজি পরীক্ষা ভাল হওয়ায় খুশি পুজা।

দুর্গাপুর মহকুমা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক ডঃ কলিমুল হক বলেন, ‘পুজা পরীক্ষার আগে বাথরুমে পড়ে গিয়ে আহত হয়। ওর যাতে পড়াশুনায় ছেদ না পরে সেই জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ হাসপাতালেই পুজার পরীক্ষার ব্যবস্থা করে।’