রবিবার বর্ধমান টাউন হলে বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ সেলস এক্সিকিউটিভের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
এদিনের সভায় এসে মদন মিত্র পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রকাশ্যে বললেন, ঝাড়খন্ড থেকে লোক আনার জবাবে বাংলার বাঁশ ঝাড় তৈরি রাখুন। ফাঁকা করে দিন বিরোধীদের। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার জন্যই মানুষ তৃণমূলকে চাইছে। বিরোধীদের প্রার্থী দেওয়ার লোকই নেই। মদনবাবু বলেন, বিরোধীরা তৃণমূলের কাছে লিখিত আবেদন করলে তৃণমূলের গোডাউন থেকে প্রার্থী দেওয়া হবে। যদিও দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, বিরোধীদের একটাও সিট ছাড়া যাবে না।
Like Us On Facebook