দামোদরে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল পলিটেকনিক কলেজের ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বড়শুল এলাকায়। তলিয়ে যাওয়া ছাত্রের নাম বিপুল মিত্র। বাড়ি বড়শুলের অন্নদাপল্লী এলাকায়। পুলিশসূত্রে জানা গেছে, রবিবার সকাল প্রায় ৭ টা নাগাদ বিপুল এবং তার ৪ জন বন্ধু কলেজে ছুটি থাকায় দামোদরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় এক বন্ধুকে একটি গর্তে পড়ে যেতে দেখে বাঁচাতে যায় বিপুল। বন্ধুকে বাঁচাতে সক্ষম হলেও বিপুল ওই গর্তে পড়ে গিয়ে তলিয়ে যায়।

প্রাথমিক ভাবে বন্ধুরা খোঁজাখুজি করার পর বিপুলের কোন হদিশ না পেয়ে তারা এলাকার বাসিন্দাদের জানায়। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ও বিডিও অদিতি বসু সহ এলাকার জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন। তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ পেতে দ্রুততার সঙ্গে দুর্গাপুর থেকে ডুবুরি নিয়ে এসে এদিন দুপুর থেকেই তল্লাশি শুরু করে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। পাশাপাশি এলাকার মানুষও খোঁজ চালাচ্ছেন। এখনও দেহ উদ্ধার হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে।

বিপুল মানকরের এক বেসরকারি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা দীপক মিত্র বড়শুলের জুটমিলের শ্রমিক। এই ঘটনায় রীতিমত ভেঙ্গে পড়েছেন দীপকবাবু ও তাঁর পরিবার।a


Like Us On Facebook