ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস অ্যাসোসিয়েশন ও ফুড এডুকেশন অ্যান্ড ইকনমিক ডেভেলপমেন্ট (এফইইডি) সংস্থার যৌথ উদ্যোগে আসানসোলে দুস্থ শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হল। রবিবার দুপুরে ওই দুই সংস্থার উদ্যোগে আসানসোলের রেলপার এলাকায় প্রায় ১০০০ দুস্থ শিশুকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মলয়বাবু এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং এই ধরণের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

Like Us On Facebook