আবার বিয়ে বাড়িতে নাচের আসরে গুলি চলল। ঘটনাটি ঘটেছে আসানসোলের দক্ষিণ থানার কাঁকড়সোলে এক বিয়ে বাড়ির প্রীতিভোজে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকড়সোলের বাসিন্দা সাগর বাউরির সহিত কুলটির মহিমা বাউরির বিয়ের প্রীতিভোজে নাচের অনুষ্ঠান চলছিল শনিবার রাতে। সেই সময় হঠাৎ ধেমোমেনের শুঁড়িপাড়ার বাসিন্দা অলোক সাউ নাচের অনুষ্ঠানে গুলি চালিয়ে দেয়। গুলি চালানোর ফলে সাঁকতোড়িয়া কলোনির অনুপ বাউরির স্ত্রী অনিতা বাউরি (৩৬), কাঁকড়সোলের বাসিন্দা কিষাণ বাউরি (১৮) ও লক্ষী বাউরির (১৬) গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা গুলিতে আহত তিন জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অনিতা বাউরিকে (৩৬) মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত কিষাণ বাউরিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এডিসিপি সেন্ট্রাল জয় টুডু ও এসিপি সেন্ট্রাল অজয় কুমার চট্টরাজ এবং আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা এখনও থমথমে। এই ঘটনায় অভিযুক্ত অলোক সাউকে স্থানীয়রা ধরে গণধোলাই দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান হয়েছে পুলিশ সেটির তল্লাশি করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।