কোন বর্ণাঢ্য মিটিং-মিছিল নয়, সাদামাটা আটপৌরে জীবনে অভ্যস্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনী প্রচার করলেন। প্রার্থী সুচেতা কুন্ডুর সঙ্গী ছিলেন কয়েকজন দলীয় কর্মী। বৃহস্পতিবার সিটি সেন্টারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে সিটি সেন্টারের আদালত চত্বরেও সুচেতা কুন্ডু এদিন সারা বছরের বিভিন্ন আন্দোলনের ফলাফল তুলে ধরে ভোটারদের মধ্যে প্রচার পর্ব সারেন।
প্রচারের ফাঁকে এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু বলেন, ‘বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকা কৃষি ও শিল্পে সমৃদ্ধ। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ও বিগত কংগ্রেস সরকারের জনবিরোধী নীতি কৃষি, শিল্প সব ক্ষেত্রেই নিরাশ করেছে স্থানীয় মানুষকে। কৃষি ও শিল্পে কোন উন্নয়ন হয়নি। কৃষি মুখ থুবড়ে পড়েছে আর শিল্প কারখানা প্রায় সব বন্ধ হয়েছে। কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় বেকার সমস্যা বেড়েছে। আমরা চাই পার্লামেন্টে আওয়াজ তুলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকার মানুষের প্রয়োজনীয়তা তুলে ধরতে।’ সুচেতা কুন্ডু বলেন, ‘আমাদের ঘোষিত শত্রু বিজেপি ও কংগ্রেস। কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের পরাস্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ এদিন সুচেতা কুন্ডু বাম দল গুলিকেও একহাত নেন। তিনি বলেন, ‘মুখে বাম আদর্শের কথা বললেও বামফ্রন্ট দক্ষিণপন্থীদের মতো আচরণ করছে। কংগ্রেসীদের সঙ্গে আসন সমঝোতা করতে ওরা এখন ব্যস্ত। কিন্তু কেবলমাত্র এসইউসিআই দল এখনও তাদের নীতি, আদর্শ বজায় রেখেই প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে একক ভাবে ভোট ময়দানে নেমেছে।’
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন