.

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী মনোনয়ন জমা দিলেন। শুক্রবার বর্ধমানের জেলা পার্টি অফিস থেকে সিপিএম কর্মী-সমর্থকরা মিছিল করে পৌঁছয় কার্জনগেট পর্যন্ত। তারপর পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে তাঁর মনোনয়ন দাখিল করেন। পাশাপাশি শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসও মনোনয়ন জমা দিলেন। সিপিএমের জেলা পার্টি অফিস থেকে মিছিল করে তিনি কার্জনগেট চত্বর পর্যন্ত যান। তিনি অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর কাছে তাঁর মনোনয়ন জমা দেন।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook