আমি আর আসানসোলে আসছি না। আসানসোলের মানুষ যা চেয়েছেন তার প্রতিফলন ঘটেছে ভোটে। বৃহস্পতিবার নিজের পরাজয় স্বীকার করে নিয়ে একরাশ অভিমানে নিজস্ব ভঙ্গিতে একথা বলে আসানসোল ছাড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন সেন এদিন আসানসোলের ভোট গণনা কেন্দ্রে ঢোকার মুখে উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের বলেন তিনি ৭০ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে হারাবেন। মনের জোর থাকলেও শাসকদলের প্রার্থীর কথা কিন্তু ভোট মেশিনে প্রতিফলন ঘটেনি তা বেলা গড়ানোর সাথে সাথেই বুঝে যান মুনমুন সেন। একসময় বিজেপি প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান বহুগুণ বেড়ে যাওয়ায় মুনমুন সেন গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন এবং উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের বলেন, আমার খুব টেনশন হচ্ছে। টেনশনে আমার বুক ধড়ফড় করছে কি হবে বুঝতে পারছি না।

মুনমুন সেন এদিন অভিযোগ করে বলেন, আমি আসানসোলের প্রার্থী হয়ে যেখানেই প্রচারে গেছি প্রচুর মানুষ আমার সভায় ভিড় করেছেন। দলের নীচু তলার কর্মীরা আমার জন্য খুব খেটেছেন। কিন্তু দলের গোষ্ঠী কোন্দল যে মুনমুন সেনকে চোরা স্রোতে ভাসিয়ে দেয় এদিন সেকথা মুনমুন সেন কার্যত স্বীকার করে নেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন এই পরাজয়ের দায় আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ঘাড়ে চাপিয়ে এদিন আসানসোল শহর ছেড়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেন। যাওয়া সময় হোটেল কর্মীদের উদ্দেশে বলেন তোমাদের খুব মিস করব আমি।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook