দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পিছনে একটি সার্জিক্যাল গুডসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে সার্জিক্যাল গুডস গোডাউনের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সার্জিক্যাল গুডস গোডাউনের মালিক সুমন্ত মন্ডলের অভিযোগ, ইলেকট্রিক পোলের তার অবৈজ্ঞানিক ভাবে আমার গোডাউনের পাশে দিয়ে নিয়ে যাওয়ার ফলে বৈদ্যুতিক তারে তারে স্পার্ক হয়ে আমার গোডাউনে আগুন ধরে যায়। সুমন্ত বাবুর আরও অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যুৎ বন্টন দফতরের কর্মীদের বার বার বলা সত্ত্বেও এই সব পোলের ঝুলে পড়া বৈদ্যুতিক তারগুলি সরিয়ে নিয়ে যায়নি। তারে স্পার্ক করে আগুন লেগে আমার বহু টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল বলে সরাসরি অভিযোগ করেন বিদ্যুৎ বন্টন দফতরের দিকে। সুমন্তবাবুর দাবি, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তার প্রায় সব মিলিয়ে সাড়ে তিন কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।


Like Us On Facebook