৮৫ বছরের এক বৃদ্ধাকে একা পেয়ে ফ্ল্যাটে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে সোনার হার, বালা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলের হটন রোডে রেল কলোনিতে। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রোমা গাঙ্গুলি (৮৫) রেল কলোনির ফ্ল্যাটের পাঁচ তলায় একাই ছিলেন। তাঁর ছোট ছেলে ও পুত্রবধু ওই সময় চাকুরিস্থলে ছিলেন। বড় ছেলে কোন কাজে ফ্ল্যাটের বাইরে গিয়েছিলেন। সেই সুযোগ এক দুষ্কৃতী ফ্ল্যাটে ঢুকে ছুরি নিয়ে বৃদ্ধাকে আক্রমণ করে। তাঁর গলার হার ও হাতের বালা সহ কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে। এরপর ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় বাথরুমের মধ্যে বন্ধ করে চম্পট দেয় দুষ্কৃতী। রোমাদেবীর বড় ছেলে সৌম্য গাঙ্গুলি বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। ফ্ল্যাটে ঢুকেই তিনি মায়ের খোঁজ করতে থাকেন এবং দেখেন বাথরুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রোমাদেবী পড়ে আছেন। তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের ও পুলিশকে খবর দেন। আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিবেশিরা রোমাদেবীকে আসানসোল রেল হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook