ট্রাফিক পুলিশ ও স্কুলে গার্ড ওয়ালের দাবিতে পড়ুয়াদের পথ অবরোধ। বৃহস্পতিবার বর্ধমানের কেশবগঞ্জচটির বর্ধমান হাইমাদ্রাসার পড়ুয়ারা স্কুলের সামনে জিটি রোড অবরোধ করে। মাত্র দু’দিন আগেই মেমারীর রসুলপুরে স্কুলের সামনেই লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু হয়। ক্ষুদ্ধ বাসিন্দারা ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেয় এবং পথ অবরোধ করে। ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক পুলিশের দাবিতে স্কুলের ছাত্রীরাও সেই দিন রাস্তা অবরোধ করে রসুলপুরে। এদিন ঘন্টা খানেক পড়ুয়াদের অবরোধ চলার পর শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
Like Us On Facebook