লকডাউনে গৃহবন্দি মানুষজন, শুনশান বৃষ্টিভেজা রাস্তাঘাট। প্রায় নিঃশব্দ গোটা এলাকা। হঠাৎই এক বাউল দেহতত্ত্বের মন কেমন করা গান গেয়ে উঠতেই গাছ থেকে লাফিয়ে নামল হনুমানের দল। বাউল শিল্পীর গান যেন মন দিয়ে শুনল হনুমানের দল। তারপর গান শেষ হতেই ফের গাছের ডালে উঠে গেল। আর সেই দৃশ্য কেউ কেউ মোবাইলের ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই নিমেষে ভাইরাল হল সেই ছবি।

জানা গেছে, এই দৃশ্যটি দুর্গাপুরের মলানদিঘির বিষ্ণুপুরের। ওই বাউল শিল্পী বিষ্ণুপুরেরই বাসিন্দা। লকডাউনে গৃহবন্দি মানুষের একঘেয়েমি কাটাতে বাউল গানের ডালি নিয়ে শনিবার বিষ্ণুপুরের রাস্তায় বের হন। রাস্তা ধরে গান গাইতে গাইতে এগিয়ে চলেছিলেন বাউল শিল্পী। স্থানীয় ক্লাবের সামনে পাগলা বাউল গান গাইতে গাইতে আপনমনে নাচছিলেন, এমন সময় দেখা গেল একদল হনুমান হঠাৎ করে গাছ থেকে লাফিয়ে নেমে বাউলের সামনে হাজির। বাউল গান শুনে ফের গাছে উঠে গেল হনুমানের দল। স্থানীয় গৃহবন্দি মানুষও এই দৃশ্য বাড়ির ভিতর থেকে উপভোগ করলেন। কেউ কেউ আবার দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন।

Like Us On Facebook