আসানসোল পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড তথা সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর শিবমন্দির এলাকায় স্থানীয় কাউন্সিলার কৃষ্ণা মাঝির কার্যালয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা৷ বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পুরসভা সহ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবার আসানসোল পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের ৪০০-৫০০ বাসিন্দা স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, এলাকার বাসিন্দারা পুরসভার পরিষেবা থেকে বঞ্চিত৷ পুরমাতা এলাকার কোন খবর রাখেন না৷ তাকে কোনো কাজে ডাকলে পাওয়া যায়না, এমনকি প্রয়োজনে সই সাবুদের দরকার হলেও তাকে পাওয়া যায়না৷ ফলে স্থানীয়রা বিপিএল আওতাভুক্ত হলেও প্রয়োজনীয় রেশন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত৷ শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায়৷ একই সাথে এলাকায় উপস্থিত হন স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী৷ তিনি স্থানীয়দের অভিযোগ শুনে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। শীঘ্রই তাঁদের সঙ্গে বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন উজ্জ্বলবাবু। এরপরেই বিক্ষোভ উঠে যায়৷