কাঁকসার গোপালপুর উত্তর পাড়ার সুকান্ত পল্লিতে মোবাইল ফোনের টাওয়ার বসানোকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনার সৃষ্টি হল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মোবাইলের টাওয়ার বসলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এলাকার গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্ক মানুষদের। মোবাইলের টাওয়ার বসানোর জন্য যে এলাকায় গর্ত খোঁড়ার কাজ চলছিল সেখানে গিয়ে কাজ আটকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অর্পিতা ঢালী জানিয়েছেন, এলাকায় মোবাইলের টাওয়ার বসলে বরং সুবিধা হবে কারণ ওই এলাকায় কোন মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না।

Like Us On Facebook