.
রেশনে কারচুপি করার অপরাধে শনিবার অন্ডাল থানার উখরার রথতলায় এক রেশন ডিলারের রেশন দোকান বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন। সজল বর্মন নামের ওই রেশন ডিলার স্থানীয় মানুষকে কেরোসিন সহ রেশন দ্রব্য সঠিকভাবে না দিয়ে খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ রথতোলার স্থানীয় মানুষজনের। অভিযুক্ত রেশন ডিলার সজল বর্মন রেশন গ্রাহকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
Like Us On Facebook