রবিবার কুলটির সীতারামপুরে রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসা হয় এবং পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা কুলটির সীতারামপুর স্টেশন রোড অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ স্টেশন রোডের প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তা চলাচলের অযোগ্য। রাস্তা মেরামতের দাবিতে বাঁশের ব্যারিকেড তৈরি করে অবরোধ শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে স্থানীয়দের বচসা শুরু হয়। পরে অবরোধ হটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ।
Like Us On Facebook